বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ০৮ আগস্ট ২০২২ ‘মুজিব থেকে জাতির পিতা: বঙ্গমাতার অবদান’ শীর্ষক স্মারক বক্তৃতা আয়োজন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি মহোদয়। সম্মানিত সচিব জনাব মোঃ আবুল মনসুর মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদাণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর জনাব নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদাণ করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক জনাব মোঃ কামরুজ্জামান মহোদয়।